December 5, 2024

টেস্ট সিরিজ হারের পর সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ জয় ভারতের।

1 min read

প্রীতম সাঁতরা ,(বর্তমানের কথা)ঃ টেস্ট সিরিজ হারের পর শুরু হয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ। আর টেস্ট সিরিজের ব্যর্থতা যে অতীত তা প্রথম ওডিআই-তেই প্রমাণ করলেন কোহলি এন্ড কোং। বৃহস্পতিবার ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ। সেখানে বিরাট কোহলি ফের প্রমাণ করলেন, তাঁকে কেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। অধিনায়কোচিত ঢঙয়ে তার নামের পাশে জুড়লেন আরও একটি সেঞ্চুরি। সাউথ আফ্রিকার ২৬৯ রানের জবাবে কোহলি একাই করলেন ১১২ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন আজিঙ্কা রাহানে(৭৯)। ভারতীয় বোলার বিশেষত স্পিনাররাও এই জয়ের অন্যতম ভাগীদার। প্রোটিয়াদের হয়ে অধিনায়ক ফাফ ডু প্লেসি ছাড়া উল্লেখযগ্যভাবে কেউই রান পাননি। ২৬৯ রানের মধ্যে ডু প্লেসির ব্যাট থেকে পাওয়া গেলো ১২০ রানের একটি ঝকঝকে ইনিংস।কিন্তু ওই পর্যন্তই। ভারতীয় স্পিনারদের দাপটে এক প্রকার ক্রিজে দাঁড়াতেই পারেননি বিপক্ষের ব্যাটসম্যানরা। চায়নাম্যান কুলদীপ যাদব তুলে নেন ৩ টি উইকেট, ইউভেন্দ্র চেহাল নেন ২ টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। ভারতের হয়ে ওপেনিং করেন শিখর ধবন ও রোহিত শর্মা। ধবন করেন ৩৫ রান এবং রোহিতের সংগ্রহ মাত্র ২০ রান। ওয়ান উইকেট ডাউনের পর ক্রিজে নামেন অধিনায়ক বিরাট। এরপর এককথায় শুধু বিরাট ম্যাজিক। ১১৯ বলে করলেন ১১২ রান। ইনিংস সাজানো রয়েছে ১০ টি বাউন্ডারি দিয়ে। তাঁকে পাল্লা দিলেন রাহানে। পাঁচটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। মাত্র ৮৬ বলের বিনিময়ে তিনি ৭৯ রান করেন। ২৭ বল বাকি থাকেই কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় মেন ইন ব্লু ব্রিগেড। যদিও ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ধোনি ও পান্ডিয়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *