আদালতের আইনি সুবিচারে পিতামাতা কে বৃদ্ধাশ্রমে রাখার কুস্বপ্ন কাটলো
1 min readজয়ন্ত বোস , (বর্তমানের কথা) ঃ সন্তানের কাছে এই পৃথিবীর আলো দেখার কারিগর বাবা ও মা. সংসারে আলোকিত করে সন্তান যখন ভুমিষ্ট হয় তার পূর্বে ১০ মাস ১০দিন মা কি কষ্ট টাই না করেন তারপরেও প্রসব যন্ত্রনার কষ্ট এই দুনিয়ায় মা ছাড়া আর কারো অনুভবের জায়গা নেই. তিলে তিলে নিজের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ভালবাসা দিয়ে একজন মা তার সন্তানকে বড় করে তোলে আর সেই মা বাবাকেই বৃদ্ধ বয়সে ঠেলে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে. পুত্র সন্তানকে এই কাজে বাধ্য করে আর এক পিতা মাতার কন্যা সন্তান যে পুত্রবধূ হয়ে আসে. সকলে নয় তবে অমানবিক , নিষ্টুর বেশীরভাগ এই সকল পুত্রবধূদের কুস্বপ্ন কাটতে চলেছে আইন প্রয়োগে. ০১/০২/১৮ – কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করে বয়স্ক মাকে ছেড়ে অন্য কোথাও থাকতে , তবে সেটা ডিভোর্সের জন্য যথেষ্ট কারন – কোর্টের রায় । সম্প্রতি , ট্রায়াল কোর্টের একটি ডিভোর্স কেসে বিচারপতি স্বামীর ডিভোর্সের আবেদন খারিজ করেন । আবেদনকারী জানান যে – তার মা বয়স্ক এবং অসুস্থ , নিজের খেয়াল নিজে রাখতে পারে না । এমত অবস্থায় তার স্ত্রী প্রবল চাপ সৃষ্টি করছে মা’কে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য । ট্রায়াল কোর্টে হতাশ হয়ে আবেদনকারী ছত্তিশগড় হাইকোর্টের দ্বারস্থ হন । এই কেসটি ভালোভাবে বিচার করে হাইকোর্টের Justice Prashant Kumar Mishra ও Justice Arvind Singh Chandel বলেন -” বয়স্ক ও অসুস্থ মাকে দেখার দায়িত্ব তার সন্তানের , যদি পুত্রবধু বিনা কারনে বা অতি অল্প কারনের জন্য স্বামীকে আলাদা থাকতে ও মায়ের দ্বায়িত্ব না নিতে বাধ্য করে তবে সেটা ক্রুরতা । ”
বিচারপতি এও জানান – Hindu Marriage Act, 1955 এর Section 13(1)(i-a) অনুযায়ী এই ধরনের কাজ স্বামীর প্রতি স্ত্রীর করা মানসিক অত্যাচার হিসাবে গন্য করা হবে এবং ডিভোর্সের জন্য এই কারন যথেষ্ট । হাইকোর্ট , আবেদনকারী ব্যাক্তির ডিভোর্সের আবেদন মঞ্জুর করেছে ।