অ্যান্টি জনগণ বাজেটঃ মমতা
1 min readপ্রীতম সাঁতরা : প্রত্যাশা মতই কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুললেন বলার তুলনায় মোদী সরকারের উদ্দেশ্যে তোপ উগড়ে দিয়েছেন বলা ভালো। বৃহস্পতিবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে এক গুচ্ছ প্রকল্প থাকলেও, অধিকাংশ ক্ষেত্রেই যে বরাদ্দ অর্থের কথা উল্লেখ্য করা নেই তা বাস্তব। আর সেই বিষয়কেই একজন পোড় খাওয়া রাজনীতিবিদের মত হাতয়ার করলেন মুখ্যমন্ত্রী। মমতার মতে,’অ্যান্টি জনগন বাজেট’। শুধু এখানেই থেমে না থেকে, মুখ্যমন্ত্রী বাজেটকে ‘হোপলেস’, ‘সুপারফ্লপ’ বলেও আখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যাও অবশ্য তিনি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘এটা একেবারে আশাহত বাজেট। হোপলেস, সুপারফ্লপ। এই বাজেট না ঘরকা না ঘাটকা।
মধ্যবিত্ত থেকে গরিব, মহিলা, ছাত্র-যুব, তফশিলী জাতি-উপজাতি সবাই আশাহত। কৃষকদের জন্যও কোনও দিশা নেই।’ পাশাপাশি দেশের কৃষকদের উন্নতির কথা বলা হলেও তা বাস্তবায়িত করার জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করা হয়নি বলে মত মমতার। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘তফশিলী জাতি-উপজাতির মানুষের জন্যও অর্থ বাড়ানো হয়নি। শিক্ষাক্ষেত্রে এক শতাংশ সেস বসানো হয়েছে। দিল্লির বিজেপি সরকারের সর
কার চালানোর যোগ্যতা নেই। বাজেটে কিছুই হয়নি।’