কাঁকসায় তৃণমূলের গোষ্ঠী সঙ্ঘর্স, আহত ৪
1 min readপ্রীতম সাঁতরা : এবার তৃণমূলের গোষ্ঠী সঙ্ঘর্ষের অভিযোগ উঠলো কাঁকসায়। ঘটনাটি ঘটেছে কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সাতকানিয়া গ্রামে সঙ্ঘর্ষ চলাকালীন ভাঙচুর চালানো হয়েছে সাতটি বাড়িতে। পাশাপাশি লুঠপাট চালান হয় বলেও অভিযোগ। আক্রান্ত হয়েছেন মহিলারও। এলাকায় যে কোনো প্রকার পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।স্থানীয় সুত্র মারফত জানা গিয়েছে, এদিন রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে এলাকায় প্রবেশ করে। তারপর শুরু হয় তাণ্ডব। ভাঙচুর চালানো হয় বাড়িতে। সমগ্র ঘটনায় ৪ জন আহত বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে তৃণমূল নেতা দেবদাস বক্সির অনুগামীরা এই তাণ্ডব চালিয়েছে। এবং ভাঙচুর চালানো হয়েছে তারা গলসি বিধায়ক অলোক মাঝির অনুগামী বলে পরিচিত। অর্থাৎ, পঞ্চায়েত প্রধানকে নিয়ে গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।