উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জীপাড়া কলোনির মোড়ে আগুনে পুড়ে ছাই হলো দুটি মিস্টির দোকান
1 min readনিজস্ব সংবাদদাতা ,বর্তমানের কথা:- আগুনে পুড়ে ছাই হলো দুটি মিস্টির দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জীপাড়া কলোনির মোড়ে ! জানা যায় দোকানের মালিকের মেয়ের বিয়ে ছিল,তাই দোকান বন্ধ করে সবাই বাড়িতে ছিলো ! নিরঞ্জন সাহা মেয়েকে কন্যা দান করার সময় খবর পান তার দোকানে আগুন লেগেছে ,ছুটে আসে দোকানে , আগুন দেখে মাথায় হাত ! দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলে এলাকার বাসিন্দারা !আগুনের খবর পেয়ে ছুটে আসে পাঞ্জীপাড়া ফারির পুলিশ ও ইসলামপুর থেকে দোমকলের দুটি ইঞ্জিন।দোকাননের মালিকের ভাই প্রেম সাহা বলেন,কাল আমার দাদার মেয়ের বিয়ে ছিল।তাই দোকান বন্ধ ছিল।রাতে পুলিশ ফোন করে ঘটনাটি জানায়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে দেখি দুটো দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারচ্ছি না।দুটো দোকান মিলে প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।