উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নং মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত গ্রামীন সড়ক উদযাপন সপ্তাহ পালন করা হল
1 min read(বর্তমানের কথা) ঃ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় ও রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় অনুপ্রেরোনায় সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে গ্রামীন সড়ক উদযাপন সপ্তাহ পালন করা হচ্ছে। সেই সুত্র অনুসারে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নং মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত গ্রামীন সড়ক উদযাপন সপ্তাহ পালন করা হয়। সেই মতে এলাকায় ১৫ টি পাকা রাস্তা, ৪ টি অঙ্গনওয়ারী সেন্টার, ও ৩টি বৈতরানী শিলান্যায় করা হয়। তার সেথে সাথে বেশি তৈরী হওয়া রাস্তার সুভ সূচনা করেন বিশিষ্ট সমাজ সেবী দধীমোহন দেবসর্মা,এছাড়াও উপস্থিত ছিলেন মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত প্রধান মিরা মিশ্র, উপ- প্রধান সুদোন দেবসর্মা সহ আরো অনেকে। এই রাস্তার কাজ সম্পর্ন হলে অতি অল্প সময়য়ের মধ্যে মানুষ গ্রাম থেকে শহরে পৌছাতে পারবে।তার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন হবে।এদিন দধীমোহন দেবসর্মা জানান,সারা রাজ্য জুড়ে মূখ্য মন্ত্রীর অনুপ্রেরনায় গ্রামীন সড়ক উদযাপন সপ্তাহ পালন করা হচ্ছে।সেই সুত্র অনুসারে কালিয়াগঞ্জের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধিন ১৫ টি পাকা রাস্তা,৪ টি অঙ্গনওয়ারী কেন্দ্র ও ৩ টি বৈতরানীর শিলান্যাস করা হল তার সাথে বেশ কিছু নতুন রাস্তার উদ্ধোধন করা হল।