ইটাহার ঘন কুয়াশার কারণে গাড়ি থেকে গ্যাস ট্যাঙ্কার পরে আহত হলেন তিন জন
1 min readইটাহার নিজস্ব সংবাদদাতা, ইটাহার ঘন কুয়াশার কারণে গাড়ি থেকে গ্যাস ট্যাঙ্কার পরে আহত হলেন তিন জন । জানা যায় ইটাহার থানার নিমাই বিল ব্রিজ এলাকায় 34 নং জাতীয় সড়কে রায়গঞ্জ মুখি একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার যাওয়ার সময়ে সামনে থাকা একটি ছোট লরিকে ধাক্কা মারে নযান জলিতে পরে গেলে দুই গাড়ির তিন জন জখম হন ফলে স্থানীয় বাসিন্দারা আহত দের উদ্ধার করে । এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ,ঘাতক গারি দুটো আটক করেছে পুলিশ । এই দূর্ঘটনার ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হয়ে পড়ে ।