ইটাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 12 টি উঠ উদ্ধার করল
1 min readমামুন সরকার বর্তমানের কথা ইটাহার : আজ ইটাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 12 টি উঠ উদ্ধার করল । ইটাহার থানার সরুন গ্রাম পঞ্চায়েত এলাকার বিহার সংলগ্ন বারি ওল গ্রাম থেকে 12 টি উঠ উদ্ধার করে ইটাহার থানায় নিয়ে আসেন ইটাহার থানার ভারপ্রাপ্ত ওসি নন্দন কুমার নেতৃত্বে এক দল পুলিশ বাহিনী । কিছু অসাধু ব্যবসায়ী বারি ওল গ্রাম হয়ে পাশ্ববতী রাজ্য বিহারে পাচারের উদ্যেশ্যে উঠ গুলো আনা হয়েছিল পুলিশ কিছু না বললেও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে । যার বাজার মূল্য রয়েছে 7-8 আট লক্ষ টাকা ।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে উঠ উদ্ধার করা হলেও আইন অনুযারী যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়া হবে ।