বাঁকুড়ার বিভিন্ন এলালার আলুচাষীদের এবছরও মাথায় হাত দাম না পাওয়ার আশঙ্কায়
1 min readদেবজ্যোতি চট্টোপাধ্যায়,বাঁকুড়া ঃ বাঁকুড়ার বিভিন্ন এলালার আলুচাষীদের এবছরও মাথায় হাত।দাম না পাওয়ার আশঙ্কায় এবারও তারা মানসিক অশান্তিতে ভুগছে।জেলার ওন্দা থানার সানতোড়,কোটালপুর প্রভৃতি গ্রামগুলি দামোদর-দারকেশ্বর নদীর তীরবর্তী। প্রতিবছরই এইসব গ্রামে ভালো আলু উৎপন্ন হয়।এবারও তার ব্যাতিক্রম হয়নি।কুয়াশা,বৃষ্টি না হওয়াতে বাম্পার ফলন আশা করছে কৃষক ও কৃষি দপ্তর।তা সত্বেও কৃষকদের মধ্যে বিষাদের সুর।গৌর কোনার,বুধন কোনার আমাদের বাঁকুড়ার প্রতিনিধি কে জানালেন, সরকার বলছে কৃষকদের কাছ থেকে কৃষক মান্ডি আলু কিনবে কৃষকদের বাঁচাতে।কৃষক মান্ডি বলছে তারা জ্যোতি আলু কিনবে।কিন্তু বাঁকুড়া জেলায় বেশীরভাগ এলাকায় তো পোখরাজ আলু হয়।তাহলে এখানের কৃষকরা আর বাঁচবে কিভাবে- প্রশ্ন তুলেছেন কৃষকরা।তাঁদের আরো প্রশ্ন, গ্রাম থেকে কৃষক মান্ডি হয়তো একশ বস্তা আলু কেনার লক্ষ্য স্থির করেছে।তাহলে এক একজন কৃষকের ভাগে এল বস্তা ভাগ পড়লো।এক বস্তা আলু নিয়ে কোন কৃষক কি কৃষক মান্ডি যাবে আলু বেচতে? প্রশ্ন তুলেছেন কৃষকরা।তাদের অভিযোগ,কোন সরকারই কৃষকদের দুর্দশা দূর করতে আগ্রহী নয়- যতটা সংবাদমাধ্যমে তাদের জন্য চোখের জল ফেলা হয়।