উত্তর দিনাজপুর সংখ্যালগু দপ্তরের উদ্যোগে শুরু হলো কবরস্থানের প্রাচীর নির্মাণের কাজ
1 min readমামুন সরকার বর্তমানের কথা:- উত্তর দিনাজপুর সংখ্যালগু দপ্তরের উদ্যোগে শুরু হলো কবরস্থানের প্রাচীর নির্মাণের কাজ ।কবরস্থান মুসলমান দের প্রবিত্র জায়গা আর এই প্রবিত্র জায়গা গুলিকে স্বচ্ছ ও পরিষ্কার ভাবে রাখতে শুরু হলো প্রাচীর নির্মাণের কাজ।তাই উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা ইটাহার থানার তৃণমূল কংগ্রেসের আলোড়ন সৃষ্টি কারী জন দরদী নেতা মোশারফ হোসেন ,,মোহাম্মদ মুসা সমাজ সেবি ,হুসেন আলী ,কার্তিক দাস সমাজ সেবক সহ আরো বিশিষ্ঠ বেক্তি গণ ।আজ কাপাসিয়ার অঞ্চলের চন্দন পুর সংসদে প্রাচীর নির্মাণের জন্য ২৮৫৬৯৪৫ টাকা ও মারনাই অঞ্চলের সংসদে ১৩৯৬৯৫২ টাকা বরাদ্ধ হয় । এই জায়গা গুলি প্রাচীর করার কারণ কবরস্থান ফাঁকা থাকায় গরু ছাগল উঠে যেত কবরস্থান গুলিতে তাই মোশারফ হোসেনের প্রচেষ্টায় এই নোংরা থেকে মুক্ত রাখতে বিশেষ ভাবে উদ্যোগ নিলেও উত্তর দিনাজপুর সংখ্যালঘু দপ্তর । মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেলে এই পবিত্র জায়গায় দাফন করা হয় ।তাই মুসলিমদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এই ইস্থান গুলি ।তাই ইস্থানীওড়া খুব খুশি এই ধরণের কাজ হওয়াতে তার সাথে ধন্যবাদ জানান মোশারফ বাবুকে ।