December 5, 2024

সাংবাদিকদের অবসরকালীন নিয়মিত আর্থিক সহায়তা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read


বর্তমানের কথাসাংবাদিকদের অবসরকালীন নিয়মিত আর্থিক সহায়তা দেবার যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা। এক বিবৃতিতে ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক এটিকে গণতন্ত্রের প্রতি রাষ্ট্রের সন্মান বলে বর্ণনা করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে যে সাংবাদিকদের বর্তমান পেশাগত নিরাপত্তাজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে।রাজ্য সরকার সমাজের বিভিন্ন পেশার মানুষদের অবসরকালীন আর্থিক  সহায়তা দেবার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী যে সাংবাদিকদের কথাও ভেবেছেন, তার জন্য প্রেস ক্লাব, কলকাতা তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *