"চাই জীবনে নতুন আলো"
1 min read====================================
“চাই জীবনে নতুন আলো”
=তাপস ঘোষ
আমার পথ হারিয়ে গেছে রাতের অন্ধকারে
যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে
সেদিন থেকে এই অন্ধকার আমার
চলার পথের সাথী,
কাঁন্নার সাক্ষ্য এই অন্ধকারই ।
আর নয় এবার সূর্য্যালো চাই,
চাই সেই আলোতে তোমায় ভুলতে
নব প্রভাতে আমি রচনা করতে চাই
আমার ভুলে ভরা জীবনের প্রায়শ্চিত্ত।
আর কাঁন্না নয় আর দুঃখ নয়,
চাই এবার নতুন দিনের আলো।
যেখানে হারাবে অন্ধকারের কালো রশ্মি।
ঘুমন্ত শহরের প্রভাতী আলো,
জীবনে এনে দিক ভবিষ্যতের
সাফল্যের চাবিকাঠি !!!!