চোপড়া থানার উদ্যোগে পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতা
1 min readরোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ চোপড়া থানার উদ্যোগে পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় চোপড়া থানা মাঠে। সেমিফাইনাল দুটিতে জয়ী হয় যথাক্রমে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এবং ঘিরনিগা গ্রাম পঞ্চায়েত।প্রথম সেমিফাইনালে সোনাপুর গ্রাম পঞ্চায়েত 3-1 গোলে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতকে হারায় ।সোনাপুর পঞ্চায়েতের হয়ে গোল করেন আলফান টপ্পো(2),সুবল(1) এবং চুটিয়াখোর এর হয়ে গোল করেন সাজিদ।
দ্বিতীয় সেমিফাইনালে ঘিরনিগা গ্রাম পঞ্চায়েত 2-1 গোলে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে জয়ী হয়। ঘিরনিগার হয়ে গোল করেন আহসান হাবিব (2) এবং মাঝিয়ালীর হয়ে গোল করেন রত্ন সিনহা। আগামী কাল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চোপড়া ফুটবল ময়দানে বিকাল 3 ঘটিকায়।