December 5, 2024

মিনার্ভা ম্যাচে জয়, চ্যম্পিয়নশিপের দৌড়ে ফিরল ইস্ট বেঙ্গল

1 min read

প্রীতম সাঁতরা : সবুজ মেরুন তাঁবুতে যখন ভরা ডুবি, তাদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে তখন অকাল বসন্ত। মঙ্গলবার ছিল আই লিগের ফার্স্ট বয়দের সঙ্গে লাল হলুদের গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষজ্ঞদের কথায় অঘোষিত ফাইনাল। এদিনের ফাইনাল‘-এর পর একটা কথা বলাই চলে, ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন আমনারা। পঞ্চকুলায় ম্যাচের ফল হয়ত ১-০। কিন্তু লাল-হলুদ স্ট্রাইকাররা সুযোগের সদব্যবহার করলে, ম্যচের ফল আরও লজ্জাজনক হতে পাড়ত মিনার্ভার কাছে। মিনার্ভার প্রায় ঘাসহীন ঘরের মাঠে রনংদেহী মুর্তিতে দেখা গেল খালিদের ছেলেদের। যার মধ্যে কেভিন লোবোর বিশ্ব মানের গোলটা যেন আইসিং অন কেক। বাঁ পায়ের আউট স্টেপে মারা দূরপাল্লা শটের নাগালই পাননি মিনার্ভা কিপার। বল জড়িয়ে যায় জালে। পঞ্চ নদের দেশ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পর ইস্ট বেঙ্গলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৬। মিনার্ভার থেকে পয়েন্টের ব্যবধান মাত্র তিন। হাতে এখনও চারটে ম্যাচ। উল্টো দিকে ম্যাচের আগে বেশ চাপেই ছিলেন লাল হলুদ কোচ খালিদ জামিল। এদিনের ম্যাচ থেকে তিন পয়েন্ট না এলে ময়দানের তুকতাককোচের কুপালে যে শনি নাচা নিশ্চিত ছিল তা একপ্রকার বলাই বাহুল্য। কিন্তু তিনিও এদিন বোঝালেন, তাকে কেনো আই লিগ জয়ী কোচ বলা হয়। সে যাইহোক, ক্লাবে এরকম ফিল গুড পরিবেশে পুরানো ব্যর্থতার কথা বরং গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাক। কে বলতে পারে এই মরসুমেই হয়তো আই লিগের ভাগ্য ফিরতে চলেছে ইস্ট তাঁবুতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *