December 5, 2024

রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তায় আমাদের আস্থা এই স্লোগান কে সামনে রেখে কলিয়াগঞ্জেও রাস্তা দিবস পালন

1 min read

তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর-  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি গ্রামবাংলার মানুষের মান উন্নয়নের জন্য নদীয়ার কৃষ্ণ নগর রাজ্যের বিভিন্ন জেলার নতুন রাস্তার উদ্বোধন করলেন। সেই মতে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের রাস্তার সূভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এদিন কালিয়াগঞ্জ ব্লকের বেশ কিছু রাস্তার কাজের সূভ সূচনা হয় ।এদিন কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েত ও বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার ফিতে কেটে সূচনা করা হয় ।এদিনের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পঞ্চায়েত  ও গ্রাম উন্নয়ন আধিকারি রাজেন্দ্র রাজ সুন্দাস বিডিও মহম্মদ জাকারিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই বৈশ্য,পৌরসভার পুরপতি কার্তিক পাল দুই প্রধান সহ আরো অনেকে। এই রআস্তা গুলি দির্ঘ দিন ধরেই খারাপ ছিল ।রাস্তা গুলি নির্মান হলে  সাধারন মানুষের অনেক সুবিধা হবে। নতুন রাস্তা পেয়ে রুজি রোজগার থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা করতে যাওয়া আসার পথ সুগম হয়েছে। যা ব্লকের এমন কিছু এলাকা রয়েছে  বর্ষাকালে বেহাল হয়ে থাকতো চলাচল করতেএ পারতোনা এলাকার লোক কিন্তু বর্তমানে নতুন রাস্তা হলে সমস্যা অনেকটায় লাঘব হবে বলে আশাবাদী এলাকাবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *