তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর -উত্তরদিনাজপুর জেলায় মুখ্যমন্ত্রীর আসাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি।জানা যায় আগামী 21শে ফেব্রুয়ারি দুপুর ২টায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক মঞ্চে ভাষা দিবস পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা ছাড়াও বেশ কিছু প্রকল্পের শিল্যান্যাস করা ছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য কর্মীদের উজ্জীবিত করবার্ জন্য বক্তব্য রেখেই উত্তরদিনাজপুরের কার্নজোড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা যায়।কার্নজোড়ায় পৌঁছে দুই জেলার আধিকারিকদের নিয়ে সেদিনই প্রশাসনিক বৈঠকে বসবেন দুই জেলার উন্নয়নের চুলচেরা বিশ্লেষন করতে।সেদিন কর্ণজোড়া সার্কিট হাউসে রাত্রি কাটিয়ে পরের দিন 22শে ফেব্রুয়ারি জেলার হেমতাবাদ থানা মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা যায়।মুখ্যমন্ত্রীর জনসভার জন্য হেমতাবাদের থানা মাঠ ভরাতে উত্তরদিনাজপুর জেলার সমস্ত ব্লক থেকে মানুষ আনার জন্য শুরু হয়েছে ব্যপক তৎপরতা।