দীর্ঘ ২০ বছরের পর চাকুলিয়া এলাকার প্রধান চারটি পাকা রাস্তার কাজ শুরু
1 min readবর্তমানের কথা জোরকদমে শুরু করল প্রধান মন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ। দীর্ঘ ২০ বছরের পর চাকুলিয়া এলাকার প্রধান চারটি পাকা রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বাকি আরও তিনটি রাস্তার কাজ শুরু হবে। সেই রাস্তা গুলি চাকুলিয়া বাসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনতা হাট থেকে ভুলকি, চাকুলিয়া থেকে রামপুর, পাট হাট্টি মোড় থেকে মজলিশ পুর এই ৩ টি রাস্তা হবে রাজ্য পূর্ত দফতরের মাধ্যমে।চাকুলিয়ার বালিগোড়া মোড় থেকে ধরম পুর, পাট হাট্টি মোড় থেকে ডালখোলা কলেজ, জামিরা থেকে ঝিটকিয়া ও লাল গঞ্জ থেকে ডেহটি প্রধান মন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজ শুরু হয়েছে।রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রাব্বানি উপহার দিলেন উন্নয়নের। মন্ত্রী বলেন, আমরা মানুষ কে মিথ্যা প্রতিশ্রুতি দেই না। মানুষ কে কথা দিলে কাজ করতে হয়। এই রাস্তা গুলি চাকুলিয়া বাসিদের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ সময় ধরে রাস্তা গুলির কোন মেরামত হয়নি। ফলে ভেঙ্গে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। বেহাল দশার জন্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল না। যার ফলে পুঞ্জীভূত হচ্ছিল সাধারণ মানুষের ক্ষোভ। এই বিষয়ে বিরোধী দলের নেতা নাইম আকতার বলেন, তৃণমূলীরা যাই বলুক না কেন, আসলে চাকুলিয়া বিধায়কের আন্দোলনের ফল। বাম জেলা পরিষদ বোর্ড থাকাকালীন সময়ে রাস্তার খসড়া প্রস্তাব পাশ করে নিয়েছিলেন বিধায়ক যা পরবর্তী কালে কার্যকরী হয।