দিঘার সমুদ্রতটে বৃহত আকৃতি ডলফিন উদ্ধার, দেখার জন্য পর্যটকদের উপচে পড়া ভীড়
1 min readদিঘা: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। আর সেই দিঘায় বর্তমান সময়ে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। শীত কাটিয়ে হাল্কা গরমে পর্যটকরা সমুদ্রমুখি হচ্ছেন। আজ সকাল থেকেও দিঘার সমুদ্রতটে পর্যটের ভীড়ছিল দেখারমত। তবে সমুদ্রে ঢেউ এর উচ্ছ্বাসের পাশাপাশি এদিন সকালে নিউদিঘার মাইতি ঘাটের কাছে পর্যটকদের দেখামিললো একটি বৃহত আকৃতির ডলফিন। আর সেই খবর ছড়িয়ে পড়ামাত্রই তা দেখার জন্য পর্যটকদের ভীড় জমে উঠেছিল দেখারমত। খবর দেওয়া হয় স্থানিয় দিঘা থানায়। ঘটনাস্থলে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা গিয়ে ডলফিনটিকে উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করে।আজ সকালে জোয়ারের জলে দিঘার মাইতি ঘাটের কাছে প্রায় ৭ ফুট লম্বা ও ৫০/৬০ কেজি ওজনের একটি মৃত ডলফিল সমুদ্রতটে উঠে আসে।দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, সকালে খবর পাই মাইতি ঘাটের কাছাকাছি একটি মৃত ডলফিন সমুদ্রের পাড়ে এসে উঠেছে। খবর পেয়েই বনদপ্তরের আধিকারিকদের পাঠিয়ে ডলফিনটি উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়।সম্প্রতি কয়েকদিন আগে দিঘার সমুদ্রে মৃত একটি ডলফিন সমুদ্রের পাড়ে পড়ে পড়ে দুর্গন্ধ ছড়াছিল। তাতে পর্যটকদের ভীষন সমস্যায় পড়তে হয়েছিল। সংবাদমাধ্যমে খবর প্রকাশিক্ত হওয়ার পর স্থানিয় প্রশাসন মৃত ডলফিনটি উদ্ধার করেছিল। তবে আজ খবর পার সাথে সাথে তা উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করে প্রশাসন।।