সুপার কাপে আদৌ কি খেলতে দেখা যাবে মোহনবাগানকে?
1 min readপ্রীতম সাঁতরা : সুপার কাপে আদৌ কি খেলতে দেখা যাবে মোহনবাগানকে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ক্লাবের অন্দরে। কারণ সুপার কাপে না খেলার ব্যাপারে জল্পনা বৃদ্ধি পেয়েছে ক্লাবের অর্থ সচিব দেবাশীষ দত্তের এক বিবৃতি থেকেই। ওনার মতে কটকে আয়োজিত হতে চলা সুপার কাপে বিদেশী খেলানোর ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে ক্লাবে। কারণ ইতিমধ্যে কটকের ওই মাঠে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন ক্যামেরুন ওয়াটসন। সবুজ মেরুন মিডফিল্ডারের মতে কটকের মাঠের অবস্থা খুবই শোচনীয়। আই লিগের দরুন কটকের ওই মাঠে আগেও খেলেছেন বাগান ফুটবলাররা। বস্তুত কটকের ওই ন্যাড়া মাঠে খেলা ফুটবলারদের খেলার পক্ষে সত্যিই ঝুঁকিপূর্ণ। কাপ আয়োজকদের সেই বিষয়ে বিবেচনা করে দেখার ব্যপারে পরামর্শও দিয়েছেন ওয়াটসন। যদিও ট্যুর্নামেন্টের ফর্মাট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ওয়াটসন।