রেল লাইন পাশে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা, উত্তর দিনাজপুরঃ রায়গঞ্জ হাসপাতালের পর ফের রায়গঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কিছু দূরে রেল লাইন পাশে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে ওই সদ্যজাত শিশুর মৃতদেহটি পরে থাকতে দেখেন।তারাই খবর দেন রেল পুলিশ এবং রায়গঞ্জ থানায়। শিশুটিকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায়।
তবে প্রথমে রায়গঞ্জ স্টেশনের জিআরপি বা স্টেশন কর্তৃপক্ষ রেল লাইনের ধারে পড়ে থাকা শিশুর মৃতদেহটির বিষয়ে কোন খোঁজ খবর নেয়নি বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, ট্রেনের যাত্রীদের মধ্যেও কেউ ফেলে দিয়ে যেতে পারে। তবে পুরো ঘটনার সত্যতা উঠে আসবে সঠিক তদন্ত হলেই বলেও দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা।তবে শেষ পর্যন্ত জিআরপি ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ও রায়গঞ্জ থানায় যোগাযোগ করে ও পুলিশের হাতে তুলে দেয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার।