কালিয়াগঞ্জ কলেজে রাজ্যস্তরের সচেতনতামূলক একদিনের বিজ্ঞান সেমিনার
1 min readতপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর-–শুক্রবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে পদার্থ বিভাগের পরিচালনায় ও অনুরণন বিজ্ঞান সচেতনতা সোসাইটির সহায়তায় একদিনের একটি রাজ্যস্তরের বিজ্ঞান সেমিনার সেমিনার অনুষ্ঠিত হয়।বিজ্ঞান সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড,পীযুষ কুমার দাস।বক্তব্য রাখেন অধ্যপক চন্দন রায় ও অধ্যাপক দেবাশীষ ভৌমিক।
সেমিনারে অংশগ্রহনকারী উপস্থিত ছাত্রছাত্রী ও বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যাপকদের সামনে অনুরণন বিজ্ঞান সচেতনতা সোসাইটির আগত বিজ্ঞানী ড সিদ্ধার্থ দে চৌধুরী,বুজ্ঞানী ড দেবাশীষ ভৌমিক,ড ধীরথ সান্যাল,ড বিধান কুমার ভৌমিক এবং ড কৌশিক শর্মা পদার্থ বিজ্ঞানের উপর বিভিন্ন বিষয়ের উপর বিজ্ঞান চেতনার বিকাশ ঘটাতে নানারকম আলোচনা করেন।সেমিনারে মোট চারটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের সাথে তিনটি কলেজের ছাত্রছাত্রীদের সাথে কলেজের অধ্যপকেরাও অংশগ্রহণ করেন।