পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত পদযাত্রা রায়গঞ্জে পৌঁছল।
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃ পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত পদযাত্রা রবিবার রায়গঞ্জে পৌঁছল।২০১৮ সালের চলতি মাসের ১৯ তারিখে দার্জিলিঙের টাইগার হিল থেকে রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে শুরু হয় এই পদযাত্রা।পরিবেশ প্রেমী ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলির পক্ষ থেকে জানানো হয় সবুজায়ন ও পরিবেশ দূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতেই মূলত এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে।এদিন প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে রায়গঞ্জে পৌঁছায় তারা।৩৩ দিনের এই সফরে ১২ টি জেলার মোট ১১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করছে বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে। আগামী ২৫ মার্চ কাকদ্বীপের সাগরদ্বীপে এই পদযাত্রার সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।পরিবেশের জন্য মানুষের পদযাত্রা কমিটির, রাহুলদেব বিশ্বাস জানিয়েছেন, সাধারণ মানুষকে পরিবেশ দূষণ রোধ ও সবুজের বৃদ্ধি ঘটানোর লক্ষ্যেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।এদিন রায়গঞ্জে পদযাত্রা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবদুলঘাটা ফরেস্টে হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বরণ করে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। এদিন ওই শিবিরে রাত কাটিয়ে সোমবার সকালে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন পদযাত্রীরা।