October 4, 2024

শ্রীদেবীর নিথর দেহ দেশে পৌঁছে যাবে রবিবার রাতের মধ্যেই

1 min read


দেবাঞ্জলী চক্রবর্তী,কলকাতা, বর্তমানের কথা :শ্রীদেবীর  নিথর দেহ দেশে পৌঁছে যাবে  রবিবার রাতেরমধ্যেই মুম্বই বিমানবন্দর সূত্রে খবর পাওয়া গেছে  ব্যাক্তিগত জেটে তাঁর দেহ মুম্বইতে পৌঁছবে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে তাঁর মৃত্যুর পর দুবাইয়ের একটি হাসপাতালে শ্রীদেবীর দেহ ময়নাতদন্ত করা হয় এরপর আল কিউসাইস পুলিশ স্টেশনে তাঁরমরদেহ রাখা হয় তাঁর দেহ দেশেআনার আগে যত শীঘ্র সম্ভব তাঁরপরিবারের হাতে তুলেদেওয়ার জন্য যাবতীয় ফর্ম্যালিটিজ সেরে নিচ্ছে ভারতীয় কনস্যুলেট বলিউডেরচাঁদনী‘-কে শেষবারের মতো দেশের মাটিতে আনতে  অনিল  আম্বানি  একটি বিমান পাঠিয়েছেন বলে খবরআচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউড অভিনেত্রী শ্রীদেবী অনিল কাপুরের ছেলের বিয়ে উপলক্ষে দুবাইতে ছিলেন শ্রীদেবী তাঁর পরিবার অভিনেত্রীর মৃত্যুর সময় উপস্থিত ছিলেন তাঁরস্বামী বনি কাপুর মেয়ে খুশি



শ্যুটিংয়ের কাজে অন্যত্র ব্যস্ত থাকায় দুবাইয়ে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী কাপুর শোকের ছায়া নেমেআসে বলিউডে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে   শ্রীদেবী দুবাইয়ের এমিরেটস টাওয়ারে মারা যান রাত ১১টা নাগাদবাথরুমে ঢুকে প্রায়আধঘন্টা কেটে যাওয়ার পরও তিনি বেরোননি পরে হোটেলের ঘরেরমেঝে জলমগ্ন হয়ে যাওয়ায় সকলের টনক নড়ে দুবাইয়ের রাশিদ হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন
অতুলনীয় অভিনয়শিল্পী, স্বর্গীয় সৌন্দর্যের অধিকারিণী ও প্রেরণাময়ী শ্রীদেবী  ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *