বিরাট কোহলিদের সিরিজ পকেটে পোড়ার আগেই দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করল ভারতীয় উইমেন্স ক্রিকেট টিম
1 min readপ্রীতম সাঁতরা : বিরাট কোহলিদের সিরিজ পকেটে পোড়ার আগেই দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করল ভারতীয় উইমেন্স ক্রিকেট টিম। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে ৫৪ রানের পরাস্ত করল মিতালিরা। সৌজন্যে অধিনায়ক মিতালি রাজের বিধ্বংসী অর্ধশত রান। অর্থাৎ, টি-২০ সিরিজে ৩-১ ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া। এর আগেও চলতি সফরে এক দিনের সিরিজেও প্রোটিয়াদের বিরুদ্ধে জয় লাভ করেছে ভারতীয় মহিলা ব্রিগেড। এদিন টসে জিতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভান নিয়েকার্ক।
কিন্তু তাঁর সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে এলো তাঁর দলের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয় জেমাইমা রডরিগেজদের ইনিংস। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ১১২ রানেই গুটিয়ে যায় তাঁরা। মিতালি রাজের অনবদ্য ৬২ রানের পাশাপাশি জেমাইমা করেন ৪৪ রান। বোলারদের মধ্যে শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড, রুমেলা ধরেরা তিনটি করে উইকেট পান। সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বীরেন্দ্র সেওয়া
গ।