নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ার সতীমায়ের দোলোৎসব উপলক্ষে ব্যাপক জনসমাগম ঘটেছে
1 min readসুরজিৎ বিশ্বাসঃ নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ার সতীমায়ের দোলোৎসব উপলক্ষে ব্যাপক জনসমাগম ঘটেছে। আজ ভোর থেকে ভক্তরা হিমসাগরের জলে স্নান সেরে সতীমায়ের মন্দিরে পুজো দিচ্ছেন। মনোষ্কামনা পূরনের আশায় ডালিম গাছে ঢিল বাঁধছেন। গতকাল সন্ধে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা এবং বাংলাদেশ থেকে পূণ্যার্থীরা মেলায় সমবেত হয়েছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশী বন্দোবস্ত করা হয়েছে। গোটা মেলা জুড়ে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পূণ্যার্থীদের জন্য কল্যাণী পৌরসভার পক্ষ থেকে ২০ টি যাত্রীনিবাস এবং অন্যান্য পরিষেবা দেওয়া হয়েছে বলে চেয়ারম্যান সুশীলকুমার তালুকদার জানিয়েছেন। এদিকে, গতকাল সন্ধ্যে থেকে আজ ভোর পর্যন্ত মেলায় প্রায় ৫০ টি আখড়ায় বাউল গান পরিবেশিত হয়েছে।