সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল
1 min readতন্ময়চক্রবর্তী,বর্তমানেরকথা:- সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল ।তিনি বলেন আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন। একে অপরকে রঙ মাখিয়ে পালন করা হয় এই উৎসব । যাকে বলে দোল খেলা বা হোলি খেলা।আজ দোল পূর্নিমা। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। হোলি খেলা এতটাই মজার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মাতে এ উৎসবে।