December 5, 2024

আজ বসন্তের রং লাল

1 min read
আজ বসন্তের রং লাল













শ্যাম সুন্দর সরকার,বর্তমানের কথা

সভ‍্যতার জীবনচক্রে পেরিয়ে এসেছি অনেকটা পথ,
প্রতিনিয়ত প্রস্ফুটিত হয় জীবনের সোনালী শপথ।
পার হয় দিন, পার হয় রাত রঙিন স্বপ্নের ছোঁয়ায়,
শিহরিত মন শিহরিত প্রাণ বসন্তের পাগল হাওয়ায়।
আকাশে বাতাসে রামধেনুর রঙ ছড়িয়ে ছিটিয়ে আছে,
হলুদ শাড়িতে রমণীরা হালকা আবিরের সাজে।
ভালোবাসার রঙ গায়ে মেখে উঠলো যে মেতে,
রঙের খেলায় মিলনের মেলায় উঠলো যে মেতে।

কিন্তু, আজ এইদিনে আকাশে ঘন কালো মেঘ ছেয়ে,
বিভৎস দানবেরা হুংকার দিয়ে তেড়ে আসছে ধেড়ে।
হঠাৎই এক ঝটকায় শত শত প্রাণ লুটিয়ে পড়ল মাটিতে,
নির্মম নৃশংস ভাবে শেষ হয়ে গেল শিশুদের মুখের হাসি,
চিল শকুনের মুখের সামনে মৃত্যুর স্তুপ রাশি রাশি।

তাদের শরীরেও রঙের ছড়াছড়ি তারাও বসন্তের উৎসবে মাতাল,
কান্নার আওয়াজে ভেসে আসে শুধু একটাই বাণী ” আজ বসন্তের রঙ লাল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *