নিউজ ডেক্স : রণবীর এর কয়েক মাসআগে পর্দায় মুক্তিপেয়েছে ‘পদ্মাবত’ ছবিটি।সেখানে রণবীরের পারফর্ম্যান্স সকলেরনজর কেড়েছে। সূত্রের খবর, আইপিএল ২০১৮–রউদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে আসবেন রণবীর। আরসেখানে মাত্র ১৫ মিনিটের উপস্থিতির জন্যে৫ কোটি টাকাদাবি করছেন বলিউডতারকা।
সূত্রের খবর, আইপিএল–এর আয়োজকরা সেইদাবিতে সম্মতি জানিয়েরণবীরের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন। আগামী৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল–এর উদ্বোধনী ম্যাচ।সেখানেই পারফর্ম করতেদেখা যাবে রণবীরকে।