কালিয়াগঞ্জের রায় কলোনীতে কালীমূর্তিকে ভেঙে থাকতে দেখায় এলাকায় আতঙ্কের পরিবেশ।
1 min readশঙ্কর গুপ্তা : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 13 নং ওয়ার্ডে রায় কলোনীতে বুধবার সকালে মা কালির মূর্তি ভেঙে থাকতে দেখায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ।জানা যায় বুধবার ভোর রাতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে কালীমন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর করতে দেখে এলাকার দুইজন স্থানীয় বাসিন্দা ।তারা সেই মূহূর্তে সেই যুবক টিকে আটকিয়ে রেখে পাড়ার সকলে মিলে পুলিশ কে খবর দেয় ।রায়কলোনীর স্থানীয় বাসিন্দা সুজিত দত্ত জানান লোকটি কে দেখে মানসিক ভারসাম্য হীন বলে মনে হয়।আগে কখনো তাকে এই এলাকায় দেখা যায়নি ।ভোর বেলায় এলাকার দুই স্থানীয় বাসিন্দা ছেলেটিকে হঠাত্ কালি মন্দিরে ঢুকে কালি মূর্তি ভাঙচুর করতে দেখায় আশে পাশের প্রতিবেশী দের ডেকে আনে এবং ওই ছেলেটিকে কালিয়াগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় ।
এলাকার বাসিন্দা বাবলু দেবগুপ্ত জানান লোকটির কাছে জিজ্ঞাসাবাদ করলে লোকটি তার নাম তারক মণ্ডল জানায় ।সে মঙ্গলবার রাতে সেই কালীমন্দিরে ভিতরে শুয়ে ছিল।তবে হঠাত্ ভোর বেলায় কেন সে কালীমূর্তি টি ভেঙে ফেলে তার উত্তর সে দেয়নি । তবে লোকটিকে দেখে এলাকার সকলের মানসিক ভারসাম্য হীন বলেই মনে হচ্ছিল ।তবে এলাকায় কালীমূর্তি টিকে ভেঙে ফেলায় এলাকার বাসিন্দা ভীষণ ক্ষুব্ধ তাই ওই যুবকটি কে সাথে সাথে কালিয়াগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় ।এবং পরে কালিয়াগঞ্জ থানা দায়িত্ব নিয়ে সেই কালিমূর্তি টিকে বিসর্জন দেয় ।