২০১৯ বিশ্বকাপ জয়ের জন্য ধোনির পরামর্শ, গুরুত্বপূর্ণ ঃ বললেন সহবাগ
1 min readনিউজ ডেক্সঃ ২০১৯ এ ইংল্যান্ডে বসতে চলেছে বিশ্বকাপের ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ মনে করেন, আগামী বছরের বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার কোহলি–ব্রিগেড।১৯৮৩–তে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত। তার ২৮ বছর পর দেশের মাটিতে ২০১১–তে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এক আলোচনা সভায় সহবাগ বলেছেন, আগামী বছরের বিশ্বকাপে ভারতীয় দলের কাছে ধোনির পরামর্শ অন্যতম গুরুত্বপূর্ণ ।
তিনি বলেছেন, তরুণ ক্রিকেটাররা যদি ধোনির দীর্ঘ অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পায় তাহলে ভারত আগামী বিশ্বকাপ জিততেই পারে।এ ক্ষেত্রে নজফগড়ের নবাব নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তরুণ ক্রিকেটার হিসেবে ২০০৩–এ আমি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলেছিলাম। তাঁরা আমাকে প্রচুর সাহায্য করেছিলেন।সহবাগ বলেছেন, এখন দলে ধোনির মতো সিনিয়র ক্রিকেটার রয়েছেন, যিনি তরুণদের শেখাতে পারেন, বিশ্বকাপের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় তার পরামর্শ দিতে পারেন।