আবেগ ধরে রাখতে পারলেন না স্টিভ স্মিথ
1 min readনিউজ ডেক্স (বর্তমানের কথা) ঃ আর আবেগ ধরে রাখতে পারলেন না স্টিভ স্মিথ। ভেঙে পড়লেন কান্নায়। বল বিকৃতি কাণ্ডের জেরে সিডনিতে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন স্মিথ। সেই সংবাদ মাধ্যমের সামনেই সব দায় নিজেই স্বীকার করে নেন তিনি।
স্টিভ স্মিথ
নিজের এই ভুলকে ‘বিগ মিসটেক‘ বা বড় ভুল বলেছেন। তিনি আরও বলেছেন, ‘এই ঘটনা থেকে যদি কারোর কোনও উপকার হয় তাহল কোনওভাবে তাদের মধ্যে বদল করা। আমি আমার পুরো জীবন ধরে এই ঘটনার জন্য অনুতাপ করব। আমি পুরোপুরি ভেঙে পড়েছি। আশা করে যায় সময়ের সঙ্গে আমার সম্মান ও ক্ষমা ফেরত পাব। ‘ তিনি আরও বলেছেন ‘ক্রিকেট খেলা পৃথিবীর সেরা খেলা। আমার জীবনে সেটা আবার আসবে আশা করি। আমি দুঃখিত আমি পুরোপুরি ভেঙে পড়েছি। ‘
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আরও বলেন, ‘আমি পুরো বিষয়টির জন্য আমি কাউকে দোষী করছি না। এটা আমার দেখা উচিত ছিল। গত শনিবার যা হয়েছে তার পুরো দায়িত্ব গ্রহণ করছি আমি ।‘