ক্যাটরিনার সঙ্গে আলিয়ার বন্ধুত্ব তলানির দিকে।
1 min readনিউজ ডেক্স (বর্তমানের কথা) ঃ আলিয়া জানিয়েছিলেন ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে ফিল্মে তিনি অভিনয় করতে চান । আর আজই খবর, ক্যাটরিনার সঙ্গে আলিয়ার বন্ধুত্ব তলানির দিকে।
জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র‘-এর শ্য়ুটিং –এ আলিয়ার সঙ্গে রণবীরের বন্ধুত্ব যে গাঢ় হচ্ছে তা অনেক জায়গা থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে। খবর, আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে বলেই , নাকি ক্যাটনির আলিয়ার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছেন। আলিয়ার সঙ্গে রণবীরের বেশ কিছু ছবিও ভাট পরিবারের এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । আর তা থেকেই নাকি ক্য়াটসুন্দরী আরও জ্বলে উঠছেন! ক্যাটের সঙ্গে আভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন আলিয়া। শুধু তাই নয়, ক্যাট ছাড়াও রণবীরের আরেক প্রাক্তন গার্লফ্রেন্ড দীপিকার সঙ্গেও অভিনয় করতে চেয়েছেন আলিয়া।