এই প্রথম রেলেও অবকাশ ভ্রমণ ভাতা পাবেন রেল কর্মীরা
1 min readবর্তমানের কথা ঃ রেল কর্মীদের জন্য সুখবর। প্রথমবার অবকাশ ভ্রমণ ভাতা পাবেন রেল কর্মীরা। বর্তমান ব্যবস্থায় রেল কর্মীরা ‘ফ্রি পাস‘ পাওয়ায় এলটিসি পান না।
তবে এবার অবকাশ ভ্রমণ ভাতা পাবেন তাঁরা।রেল কর্মীদের অবকাশ ভ্রমণ ভাতা দেওয়ার সুপারিশ করেছিল সপ্তম বেতন কমিশন। ওই সুপারিশ নিয়ে কর্মিবর্গ মন্ত্রক রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে ।
বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে, এবার থেকে এলটিসি দেওয়া হবে রেলকর্মীদের। তবে এতে ট্রাভেল পাসের কোনও পরিবর্তন হচ্ছে না। বিশেষ ব্যবস্থায় এলটিসি পাবেন কর্মীরা।