শিলিগুড়িতে দফায় দফায় ঝড়বৃষ্টি শুরু
1 min readশিলিগুড়ি: শুক্রবার সকাল থেকেই শিলিগুড়িতে দফায় দফায় ঝড়বৃষ্টি শুরু হয়।
এদিন সকাল ৬টা নাগাদ সূর্য ওঠার পর কিছুক্ষণের মধ্যেই গোটা আকাশ কালো মেঘে ঢেকে যায়। সোয়া ৭টা নাগাদ ঝেঁপে বৃষ্টি নামে। মর্নিং ওয়াক করতে গিয়ে অনেকেই বিপকে পড়েন। প্রায় ২০ মিনিট ধরে অঝোরে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও পৌনে ৮টা নাগাদ আবার সূর্যের দেখা মেলে। আধ ঘণ্টার মধ্যেই আবার গোটা শহর কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই ঝড়ো হাওয়া শুরু হয়। বজ্রবৃষ্টি হতে থাকে। বৃহস্পতিবার বিকেল থেকেই শিলিগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। বিধাননগরে শিলাবৃষ্টি হয়েছিল। এতে ওই এলাকার কিছু আনারস বাগান কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিক্ষেত্রেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা না থাকায় কিছুটা স্বস্তি পরীক্ষার্থীদের।