December 5, 2024

#অণুগল্প।।

1 min read
#অণুগল্প।।
কলমে: পায়েল চক্রবর্তী

এক
ছাদ বৃষ্টি
বন্যা ভিজছিল
ঝুপঝুপিয়ে
গাল লেপ্টে
ভেজা চুল
গুলো আদর
মাখিয়েছে
বন্যা জানেনা,
পাশের বাড়ির
ছেলেটা ওর
জন্য দাঁড়িয়েছিল,
একমাথা ঝড়
ধূলোবালি
নিয়ে
ছেলেটা জানে
বৃষ্টি নামলে
বন্যা ছাদে
ভিজতে আসবে  পায়ের
নূপুর ঝমঝমিয়ে
বন্যা সিঁড়ি
দিয়ে উঠবে

ইমতেয়াজ
অপেক্ষা করে
কোনোদিন এই
এলোঝেলো মেয়েটাকে
বলতেই পারেনি
ভালোবাসিহঠাত, আলোর
ঝলসানি, বন্যার
চোখ পড়ে
যায় ইমতেয়াজ

চাপ দাড়ি… 
লম্বা ছেলেটা বন্ধুরা
যাকে নিয়ে
ক্ষ্যাপায় 
লজ্জায় কান
গরম, মুখে
হাসিএই
ছেলেটা অনেক
স্বপ্ন বুনেছে
তার ভেতর কিন্তু
বন্যা মুখ
ফুটে বলতে
পারেনি
বন্যা ভিজছে..
ইমতেয়াজ বন্যার
মুখে একটা
প্রশ্রয়ের হাসি খেলা করছে এলোমেলো বন্যা
একবার ভাবছে
নীচে পালাই,
কিন্তু পা
চলে না
যে!ইমতেয়াজ
আজ আর
মাথার কথা
শোনেনামন আজ মাথার থেকে
বেশী কথা
বলছেঅনেক হয়েছে
আজ আর
নয়
লাফ দিয়ে
ছাদ টপকায়
ইমতেয়াজ
বুক ধুকপুক
কথারা ছুটি
নিয়েছে আজ,
চোখে চোখ
রেখে কেবল
তাকিয়ে থাকাবন্যার শ্বাস
ঘন হচ্ছে
ইমতেয়াজের প্রতিটা পদক্ষেপেবন্যার চোখে
ভয় জমছে
আস্তে আস্তে….ইমতেয়াজ কি
করতে চলেছে?ইমতেয়াজ মুচকি
হাসেএক
ভয় চোখ
নিয়ে তাকিয়ে
থাকামোটাসোটা মেয়েটার কোমর ধরে
এক হ্যাঁচকায়
কাছে টানে,
বন্যার ভয়
করছে আবার
ভালোও লাগছে
মুখ থেকে
চুল গুলো
সরিয়ে, দুহাতে
মুখ তুলে
কপালে ঠোঁট
ছুঁইয়ে ইমতেয়াজ
বলে,-” ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি
লিখো, তোমার
মনের মন্দিরেএক
ছুটে পালিয়ে
এসে বন্যা
দুহাতে মুখ
ঢেকেছে লজ্জায় পাশের
ঘরে গান
চলছে,-” আজি ঝড়ের রাতে, তোমার
অভিসারপরাণ সখা… 
বন্ধু হে
আমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *