December 5, 2024

নিজেদের ছাড়া রাস্তা দিয়ে জোর করে যাতায়াতের প্রতিবাদ করায়, বাবা ও ছেলেকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

1 min read
মালদা : নিজেদের ছাড়া রাস্তা দিয়ে জোর করে যাতায়াতের প্রতিবাদ করায়,  বাবা ও ছেলেকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠল ৯ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের আমরিতলা গ্রামে।  অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তরা হলেন, আমিজউদ্দিন শেখ(৪০) এবং রুকু শেখ(২২)। তাদের বাড়ী আমরিতলা গ্রামে। অভিযুক্ত দরবেশ আলী, রাজিউল শেখ, সাদ্দাম শেখ সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে, সামিজুদ্দিনের বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। সেখানে এক শতক জায়গা নিয়ে গণ্ডগোল বাধে প্রতিবেশীদের সাথে। অভিযুক্তরা জোর করে রাস্তা ব্যাবহার শুরু করে। রাস্তা দিয়ে চলাফেরা করতে নিষেধ করায়, বাবা ও ছেলের উপরে হামলা বলে অভিযোগ, পরিজনদের। সামিজুদ্দিন ও তার ছেলেকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। ঘটনার পরে আক্রান্তদের উদ্ধার করে পরিজনেরা প্রথমে ভরতি করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। সামিজুদ্দিনের মাথায় আটটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ডান হাতে গুরুতর আঘাত লাগে রুকুর। তবে কি কারনে মারধোরের ঘটনা, তা তদন্ত শুরু করেছে, মোথাবাড়ি থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *