December 27, 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের “পদ্মভূষণ” প্রাপ্ত অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী

1 min read
রক্তিম সরকার,( রায়গঞ্জ) : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গায়ত্রী স্পিভাকের সেমিনারের আয়জন করা হয় শনিবার ।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপিকা সংযুক্তা চ্যাটার্জী অনুষ্ঠানের শুরুতেই গায়ত্রী চক্রবর্তী সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে যথেষ্ট পরিমাণ পরিচিতি করানোর চেষ্টা করছিলেন। তার উদ্বেগের কারণও ছিল বটে। তার কারণ ছিল,ছিয়াত্তরের এক আলোকছটাকে উপস্থিত দর্শক-শ্রোতা অজান্তেই যেন হেয় না করে ফেলে।হেয় না করে ফেলে তাঁর উজ্জ্বল উপস্থিতিতে।কিন্তু না সঞ্চালিকা অধ্যাপিকার যাবতীয় আশঙ্কাকে দূর করে মানুষ তাঁর মুল্যবান বক্তব্য মন দিয়ে শুনেছেন। তার সেই বক্তব্য শুরু হয়েছিল শেক্সপিয়রের “কিং লিয়র” থেকে একটি লাইন উদ্ধৃত করে, তা পৌঁছে গিয়েছে ভারতীয় রাজনীতিতে পিছিয়ে পরা অংশগ্রহণের রেখাচিত্রে এবং এই যাত্রার মধ্যে দিয়েই তিনি চিনিয়ে দিতে চেয়েছেন তাঁর “সাব অলটার্ন”-এর গূঢ় অর্থ ও ব্যক্তি গায়ত্রীকেও। তাঁর দিদিমার বোন ভুবনেশ্বরী ভাদুড়ীর আত্মহত্যা থেকে রূপ কানওয়ারের সতী হওয়া- মিলেমিশে একাকার হয়ে গেছে তাঁর বক্তিতায়। একাকার হয়ে গেছেন মার্ক্স ও অধুনা শ্রমিক আন্দোলন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই “পদ্মভূষণ” প্রাপ্ত  অধ্যাপিকার মেধার পরিসরের সবটুকু নেওয়া সম্ভব হয়নি আমাদের মতো সাধারন মানুষের কাছে। কিন্তু যেটুকু নিতে পেরেছে সবাই, তারজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটি এবং অবশ্যই কৃতজ্ঞতা প্রাপ্য শ্রীমতী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের। মঞ্চথেকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন, তার সাথে সর্বদা যোগাযোগকারি অধ্যাপক ডঃ পিনাকি রায়কে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও স্বাগত ভাষণে ও পরবর্তীতে বহুবারই যে কৃতজ্ঞতার কথা উল্লেখ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁইমালী, ইংরেজি বিভাগের প্রধান নির্ঝর সরকার ও অনুষ্ঠান সঞ্চালিকা সংযুক্তা চ্যাটার্জী।শ্রীমতী গায়ত্রী চক্রবর্তী কে কাছে পেয়ে খুশি বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের পড়ুয়া সহ সকল ছাত্র ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *