কালিযাগঞ্জে বিজেপি,কংগ্রেস ও সিপিআই এমের বর্বরতার বিরুদ্ধে তৃন মুলের ধীক্কার মিছিল-
1 min read
তপন চক্রবর্তী– শুক্রবার রাতে মনোনয়ন পত্র জমা দেবার পর বাড়ী ফেরার পথে তরঙ্গপুরে বিজেপির সমর্থকেরা তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের বাড়ীর সামনে গিয়ে অজস্র গালিগালাজ ও ইট বৃষ্টির মত ঘটনা ঘটানোর সাথে
তৃণমূল সমর্থিত সান্নিক ক্লাবে গিয়ে ভাঙচুর ও মারধোর করার প্রতিবাদে রবিবার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিশাল ধীক্কার মিছিল কালিয়াগঞ্জ শহরে বের হয়।
মিছিলের স্লোগান ছিল বিজেপি,কংগ্রেস ও সিপিআই এমের বর্বরতাকে তারা ধীক্কার জানায় তৃণমূলের ধীক্কার মিছিলে কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চল থেকেই তৃণমূলের মহিলা ও পুরুষ সমর্থকেরা পা মেলায়।মিছিলের পুরোভাগে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দধি মোহন দেবশর্মা,শহর তৃণমূল সভাপতি জয়ন্ত সাহা, তৃণমূল নেতা ঈশ্বর রজক,কমলল পাল,
কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান বসন্ত রায়,পিন্টু মোদক,বিজয় মিশ্র, তপন দেবসিং,নিতাই বৈশ্য সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্বগন।
তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন শুক্রবার বিজেপি যে যে ধরনের আক্রমন তৃণমূল কর্মীদের সাথে তার বাড়ীর সামনে ঘটিয়েছে সেই সমস্ত বিজেপির দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন শান্ত কালিয়াগঞ্জ কে বিজেপির মত একটি সাম্প্রদায়িক দল যে ভাবে অশান্ত করে তুলছে আমরা তা হতে দেবনা।কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি আবার তৃণমূলের দখলেই থাকবে।বিজেপি যতই লাফালাফি করুক কোন লাভ নেই।মানুষ আমাদের সাথেই আছে বলে কার্তিকবাবু বলেন।রবিবার তৃণমূলের ধীক্কার মিছিলটি মহেন্দ্রগঞ্জ নাট মন্দির থেকে শুরু হয়ে সমগ্র শহর পরিক্রমা করার পর মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনেই শেষ হয়।