নিজের থেকে 26 বছরের ছোটো মহিলাকে বিয়ে করলো এই অভিনেতা।
1 min readবিয়ে করলেন ভারতীয় মডেল ও অভিনেতা মিলিন্দ সুমন। ৫২ বছরের এই সুদর্শন অভিনেতা বিয়ে করেছেন ২৬ বছর বয়সী বিমানবালা অঙ্কিতা কোনওয়ারকে। গতকাল রোববার সকালে ভারতের মহারাষ্ট্রের আলীবাগে দুই রীতিতে হয় তাঁদের বিয়ে। চার বছর সম্পর্কের পর এই জুটি অবশেষে বসলেন বিয়ের পিঁড়িতে।ছবি-সংগৃহীতমিলিন্দ সুমনকে বলা হয়ে থাকে ভারতের কাঙ্ক্ষিত ও ‘ফিট’ অভিনেতা এবং মডেলদের একজন। মিলিন্দ মহারাষ্ট্রের বাসিন্দা আর অঙ্কিতার জন্ম ও বেড়ে ওঠা আসামে। তাই বিয়ের সময় নিজেদের আঞ্চলিক রীতিকে তাঁরা দিয়েছেন সর্বোচ্চ প্রাধান্য। মহারাষ্ট্র ও আসামের যৌথ রীতিতে বিয়ে সম্পন্ন হয়।মিলিন্দ সুমন এর আগে ২০০৬ সালে এক ফরাসি মডেলকে বিয়ে করেছিলেন। তিন বছর পর সেই বিয়ে ভেঙে যায়। তবে অঙ্কিতার এটিই প্রথম বিয়ে। মিলিন্দর মতো অঙ্কিতাও দারুণ স্বাস্থ্যসচেতন।