December 5, 2024

আজ বিশ্ব ডিএনএ দিবস

1 min read

আজ বিশ্ব ডিএনএ দিবস। মানবদেহের জিন সংক্রান্ত উপাদান ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নিয়ে সারা বিশ্বজুড়ে গবেষণা চলছে। নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই দিনটির তাতপর্য নিয়ে আজ এক আলোচনাসভার আয়োজন করা হয়। এর পাশাপাশি এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি সম্বলিত ভারচুয়াল ক্লাস রুমেরও উদ্বোধন করা হয়। উপাচার্য অধ্যাপক শংকরকুমার ঘোষ এর উদ্বোধন করে বলেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩৫টি বিভাগ রয়েছে, তারমধ্যে আজ ২২ টি এবং এই বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৮টি ডিগ্রি কলেজের মধ্যে ৩২টিতে ভার্চুয়াল ক্লাসরুমের ব্যবস্হা রয়েছে। বাকি গুলিতেও পর্যায়ক্রমে করা হয়েছে। আজ ৯ টি কলেজের সঙ্গে সরাসরি কথোপকথন চালানো হয়। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকারের ন্যশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিকেল জিনোমিক্সয়ের অধ্যাপক পার্থপ্রতীম মজুমদার এবং যাদবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যিল বায়োলজির অধ্যাপক হেমন্তকুমার মজুমদার প্রমুখ। ভার্চুয়াল ক্লাসরুম হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক সহায়তা মিলবে বলে ছাত্র-ছাত্রীরা ম

নে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *