December 5, 2024

জনবহুল এলাকা থেকে মদের দোকান উঠিয়ে দেবার দাবিতে মহিলাদের ডেপুটেশন

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ শহরের 5নম্বর ওয়াডের জনবহুল শান্তি কলোনি থেকে মদের দোকান উঠিয়ে দেবার দাবিতে বুধবার শান্তিকলনীর বেশ কিছু মহিলারা বিডিও অফিসে গিয়ে ডেপুটেশনে দেয়। শান্তি কলোনীর মহিলারা ভিডিওকে বলেন তাদের জনবসতি এলাকায় একটি হাসকিং মিলের আড়ালে দীর্ঘ দিন থেকে রমরমিয়ে চলছে মদের ব্যবসা।এলাকার পরিবেশ প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে।অবিলম্বে জনবহুল এলাকা থেকে দেশী মদের  দোকানটি উঠিয়ে দেবার ব্যবস্থা না করলে এলাকার স্কুল কলেজের ছাত্রদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হতে পারে।এলাকার অনেক দরিদ্র মানুষ মদের  নেশায় আসক্ত হয়ে পড়ছে।কালিয়াগঞ্জের বিডিও মঃ জ্যাকরিয়া স্মারক লিপিটি গ্রহণ করে বলেন তিনি ব্যাপার টি দেখবেন বলে জানান। শান্তি কলোনীর মালা রানী সরকার বলেন তারা উত্তরদিনাজপুর জেলা শাসকের কাছে ও লিখিতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান। জানা যায় আনুমানিক 30জন মহিলাদের একটি দল প্রখর রৌদ্রকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *