October 26, 2024

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে 'বসে আকো' প্রতিযোগিতা

1 min read

রায়গঞ্জ ঃ-  ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে YOUNG
BENGAL VOLUNTEERS’ ORGANIZATION (YBVO)
এর উত্তর দিনাজপুর শাখার উদ্যোগে আজ, ১লা মে রায়গঞ্জ রেল ষ্টেশনএর দু নাম্বার প্ল্যাটফর্ম এর ছাউনি র নীচে দুপুর ১১ টা থেকে একটি বসে আকোপ্রতিযোগিতার আয়োজন
করা হয়েছিলো। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলো
প্রেরণা‘-মস্তি কি পাঠশালার (কমল টকিজ থেকে
ষ্টেশন পর্যন্ত বস্তি এলাকার) প্রায় ৬০ জন শিশু। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
শিশুদের দুটি বিভাগে ভাগ করা হয় ।ক্লাশ ৪ পর্যন্ত একটি বিভাগ।

 এবং ক্লাশ ৪ এর
উর্দ্ধে অপর বিভাগ।উভয় বিভাগের সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের পাশাপাশি সকল
প্রতিযোগীদের হাতে
Young Bengal Volunteers’ Organization উত্তর দিনাজপুর শাখার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।এদিনের
অনুষ্ঠানে
, ভারতবর্ষের যুব আদর্শ
হিসেবে নেতাজী সুভাষচন্দ্র বসু
,স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার জীবন ও বানীর আদর্শের কথাও আলোচিত হয়।
এছাড়াও যৌথভাবে পরিবেশিত হয় গান নাচ আবৃতি প্রভৃতি । অনুষ্ঠানের প্রধান অতিথির
আসন অলংকৃত করেন চিত্রশিল্পী তথা সাংবাদিক শ্রী বিপুল শংকর বসু এবং স্থানীয় নন্দন
ফাইন আর্টসের কর্ণধার শ্রী শ্যামল কর্মকার।এই দুই গুণীজন ছাড়াও প্রতিযোগিতায়
বিচারকের দায়িত্ব পালন করেন বিখ্যাত সাংবাদিক ও সংস্কৃতি প্রেমী অপরাজিতা
জোয়াদ্দার এবং নন্দন ফাইন আর্টসের চিত্রশিল্পী গৌতম দাস।
YBVO এর উ.দিনাজপুর জেলা শাখার সম্পাদক আকাশ চাকী,Y.B.V.O. এর স্থানীয় সদষ্য/সদষ্যা সুরভি মোদক,সঞ্চারী বসাক,দেববর্ণী গুহ প্রমুখ
এবং প্রেরণার সকল শিক্ষকগণ ছাড়াও প্রচুর সংস্কৃতিপ্রেমি স্থানীয় সাধারণ মানুষ ও
গুণিজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *