October 27, 2024

কালিয়াগঞ্জ ব্লকে মাধ্যমিকে ছেলেদের মধ্যে প্রথম রনিত ও মেয়েদের মধ্যে প্রথম শাহিনা ইয়াসমিন

1 min read
পিয়া গুপ্তা –উত্তর দিনাজপুর— এবারে মাধ্যমিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে  ভালো ফল করেছে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী স্কুলের ছাত্র রনিত সরকার রনিত সরকারের প্রাপ্তনম্বর৬৭২বাংলা-৯৬,ইংরেজী-৯১,গণিত৯৮-ভৌতবিজ্ঞান-৯৭জীবন বিজ্ঞান৯৮ ,ইতিহাস-৯২,ভূগোল -১০০

অন্য দিকে মেয়ে দের মধ্যে ভালো ফল করেছে কালিয়াগঞ্জ মিলনমযি হাই স্কুলের সাহিনা ইয়াসমিন।তার প্রাপ্ত নম্বর–৬৬৫
বাংলা-৯৬  ইংরেজি-৯০ অংক-৯৯, ,ভৌতবিজ্ঞান১০০জীববিজ্ঞান-১০০ -১০০ইতিহাস-৮৪,ভূগোল-৯৬।

এছাড়া মিলনমযী স্কুলে দ্বিতীয় স্থান অধিকার করেছে পেরনা পাল।তার প্রাপ্ত নম্বর -৬৬২।

অন্য দিকে মিলনময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী  ইশা আর্থিক অভাব অনটন কে দূরে সরিয়ে এবারে ভালো  ফল করেছে ।ইশা প্রসাদ বিনের প্রাপ্ত নম্বর ৬২৫।
কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী -২৮১জন।পাস করেছে –২৫৪।এদের মধ্যে ভাল ফল করেছে সায়ক রায় তার প্রাপ্ত নম্বর -৬৪৯।
কালিয়াগঞ্জ মনমোহন বালিকাবিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল১৪১জন।পাস করেছে–১৩২জন।বিদ্যালয়ে সর্বচ্চ নম্বর পেয়েছে কৌস্তুরী ঘোষ–৬৬০।
তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল-২৪০।পাস করেছে,–১৮৭জন।বিদ্যালিয়ে সর্বাধিক নম্বর পেয়েছে-পাঠক জোয়াদ্দার।প্রাপ্ত নম্বর–৫৪৫।
কালিয়াগঞ্জ বড়াল গার্লস হয় স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল–১৭৪জন। পাস করেছে-১৬৪জন।বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে–মীরা দেব শর্মা। প্রাপ্ত নম্বর–৬১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *