ট্যালেন্ট সার্চ ফুটবল প্ৰর্তিযোগীতায় কালিয়াগঞ্জ ওয়ার্ল্ড প্লে ৩–১ গোলে ছোট পড়ুয়া মিশনকে হারাল
1 min read
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ – বুধবার রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার মাঠে ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগীতায় কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্প,৩–১ গোলে ছোটপাড়ুযা আদিবাসী মিশন কে পরাজিত করে।
কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ডের পক্ষে গোল করে বারনা টুডু,সুনীল টুডু ও রাজেন হেমরম।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জের ফুটবল প্রতিভাদের খুঁজে বের করাই এই ট্যালেন্ট সার্চফুটবল খেলার মূল উদ্দেশ্য।ফুটবল খেলাকে ঘিরে মাঠে প্রচুর দর্শকদের ভিড় হয়।