December 5, 2024

উত্তর দিনাজপুরের জেলাশাসক শ্রীমতী আয়েশা রানির পরিবর্তে আসবে নতুন জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মিনা

1 min read
উত্তর দিনাজপুর পঞ্চায়েত ভোটে তৃণমূলের তুলনামূলকখারাপ ফল হওয়ায় জেলাগুলিতে প্রশাসনিক রদবদল করা শুরু করল সরকার। এবার কোপ পড়ল জেলাশাসকদের ওপর। আট জেলার জেলা শাসক বদল হল।


শ্রীমতী আয়েশা রানি এ যাচ্ছেন ঝাড়গ্রামের জেলাশাসক হয়ে

 জেলাগুলি হল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি।উত্তর দিনাজপুরের বর্তমান জেলাশাসক শ্রীমতী আয়েশা রানি এ জায়গায় আসছেন শ্রী অরবিন্দ কুমার মিনা। এবং শ্রীমতী আয়েশা রানি এ যাচ্ছেন ঝাড়গ্রামের জেলাশাসক হয়ে।বীরভূমের বর্তমান জেলাশাসক শ্রী পি মোহন গান্ধী জেলাশাসক হয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে। 


 উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক হয়ে আসছেন শ্রী অরবিন্দ কুমার মিনা

এবং হুগলির বর্তমান জেলাশাসক শ্রী সঞ্জয় বনসলের জায়গায় আসছেন পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলাশাসক শ্রী জে পি মিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *