October 27, 2024

মাছের পিকাপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ভাঙ্গিওয়ালার ভ্যানে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত এক শ্রমিক ,আহত ভাঙ্গিওয়ালা

1 min read
অনুপ জয়সোয়াল:– খালি মাছের পিকাপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ভাঙ্গিওয়ালার ভ্যানে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত হয় পিকাপ ভ্যানে থাকা এক শ্রমিকআহত ভাঙ্গিওয়ালা। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর এলাকার একটি পেট্রোল পাম্পে সামনে ।
  মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানাযায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুশমন্ডি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। তার নাম  জানা না গেলেও তার বাড়ি কালিয়াগঞ্জে। ঘটনা স্থলে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। জানাজায় আজ দুপুরে রায়গঞ্জ- বালুঘাট রাজ্য সড়কে কালিয়াগঞ্জ দিক থেকে আসা ও বুনিয়াদপুর গামী পিকাপ ভ্যান  নিয়ন্ত্রন হারিয়ে ফতেপুর এলাকার পেট্রোল পাম্পের পাশে রাজ্য সড়কের পাশে  একটি ভাঙ্গিওয়ানা তার ভ্যান দাড় করিয়ে পাশের জঙ্গল থেকে কিছু সামগ্রী নিয়ে ভ্যানে রাখতে গেলেই ধাক্কা মারে মাছের খালি পিকাপ ভ্যানটি পাশের নয়নঞ্চলীতে পাল্টি খায়। ঘটনায় গুরুত্বর আহত হয় ভ্যান চালক। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুশমমন্ডি গ্রামের হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকাপ ভ্যানের থাকা শ্রমীক।তার নাম ও পরিচয় জানাজায়নি। গাড়ির চালক ও সহ চালক পালিয়ে যায়। এই ঘটনার জেরে বেশ কিছু সময়য় রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।এলাকা বাসিদের অভিযোগ রাজ্য সড়কের উপরের একটি ব্রীজ সংস্কার করা হবে সেই কারনে রাস্তার পাশে অর্থ্যাৎ ব্রীজের দুই পাশেই পাথর ফেলে রাখেছে কর্মরত ঠিকাদার সংস্থা সেই কারনে আজ এই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *