October 27, 2024

সেরা দশের তালিকা

1 min read
সেরা দশের তালিকা: প্রথম হয়েছেন গ্রন্থন সেনগুপ্ত(কলা বিভাগ, জলপাইগুড়ি জেলা স্কুল), প্রাপ্ত নম্বর৪৯৬ (৯৯.২ শতাংশ)।

বিজ্ঞান বিভাগে প্রথম এবং রাজ্যে দ্বিতীয় ঋত্বিককুমারসাহু (তমলুক হ্যামিলটন হাইস্কুল, পূর্ব মেদিনীপুর), প্রাপ্তনম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

তৃতীয় রামকৃষ্ণ মিশনের তিমির বরণ দাস (বর্ধমানমিউনিসিপ্যাল হাইস্কুল), প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)।

চতুর্থ সায়ন কুমার দাস ইসলামপুর হাইস্কুল (উত্তরদিনাজপুর), অর্কদীপ গুইন (বর্ধমান),দিব্যদীপ শাসমল,চতুর্থ জয়দীপ ভৌমিক, অন্নয় চট্টোপাধ্যায় (বাঁকুড়া)চতুর্থ,  এদের প্রাপ্ত নম্বর ৪৮৭।

পঞ্চম আর্য সামন্ত, অভ্রদীপ্তা ঘোষ (যাদবপুরবিদ্যাপীঠ), সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ, রিমিক দত্ত(দুবরাজপুর), অনিমা গড়াই, অনুভব চক্রবর্তী(পুরুলিয়া), অরিত্র রায়, বিশাল গাঙ্গুলি, ৪৮৬ প্রাপ্তনম্বর।মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম অভ্রদীপ্তা ও অনিমা।

ষষ্ঠ তন্নিষ্ঠা মণ্ডল, নয়নিকা রায়, সাগ্নিক তালুকদার,কিশলয় সরদার, দেবদত্তা পাল, সপ্তর্ষি মণ্ডল, কুন্তলবিট। প্রাপ্ত নম্বর ৪৮৫।

সপ্তম দিশা ঘোষ, ঋত্বিকা কাঞ্জিলাল, রিদম কুমার দাস,অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায়, দেবজিতদে। প্রাপ্ত নম্ব ৪৮৪।

অষ্টম স্থানে ১২ জন। রাজশেখর চট্টোপাধ্যায়, অর্ঘ্য দে,দেবশুভ্র চক্রবর্তী, জিষ্ণু বিশ্বাস, রৌনক পাত্র, বিশ্বজিতদত্ত (কমার্সে প্রথম), সায়ন্তন চক্রবর্তী, অনন্যা ঘোষ,শ্রেয়সী গাঙ্গুলি (বিদ্যাভারতী হাইস্কুল, কলকাতা)।

নবম স্থানে ১৫ জন। প্রত্যুষা সাহা (ললিত ভবন, দক্ষিণদিনাজপুর), দিপ্তম জানা (ইন্দ্রকৃষ্ণ লাল শিক্ষানিকেতন) সৌভিক চন্দ্র, সুরজিত ভাতব্যর, আফরোজ়াবানু (সুখানী ভোলাপাড়া হাইস্কুল), সৌমেন মাঝি (পূর্বমেদিনীপুর), অভীক ঘোষ (বর্ধমান), সরফরাজ় আলম(কোচবিহার), জাহ্নবী পাল (কোচবিহার), অর্পণদ্বিবেদী।

দশম তীর্থ শংকর (নবনালন্দা), জয়েশ সাউ (নরেন্দ্রপুররামকৃষ্ণ মিশন), সায়নী দত্ত, অর্ণব কুমার মল্লিক। প্রাপ্তনম্বর ৪৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *