ট্যালেন্ট সার্চ ফুটবলের ফাইনালে পৌছালো কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড
1 min read
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৬দলীয় ট্যালেন্ট সার্চ ফুটবল খেলায় রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে শুক্রবার কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্প ৫–০গোলে আই সি বয়েস কে পরাজিত করে ৬দলীয় ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্বে পৌঁছে গেল ।আজকের খেলায়৫ টি গোলের মধ্যে প্লে ওয়ার্ল্ড কোচিং দলের বিজয় বর্মন–২টি এবং সার্জেন হেমরম,বারনা টুডু ও সমিত বর্মন প্রত্যেকেই একটি করে গোল দেয়।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন আগামী
সোমবার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড কোচিং এর সাথে পরিমল পোদ্দার একাদশের সাথে ট্যালেন্ট সার্চের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান। এদিকে কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের সম্পাদক তরুণ গুহ বলেন আগামী সোমবার ৬দলীয় ট্যালেন্ট সার্চ ফুটবলের ফাইনাল খেলায় তাদের দলই জয়ী হবে বলে তার দৃঢ় বিশ্বাস। কারন তাদের দলের খেলোয়ারদের বর্তমানে যে টিম স্পীড আচেত থেকেই স্পষ্ট।