বিজেপি সারা বাংলা জুড়ে আন্দোলনে নামবে
1 min read
সুব্রত সাহা রায়গঞ্জ ঃ– তৃনমূল কংগ্রেস সৈরাচারী শাসনের বিরুদ্ধে আগামী কিছু দিনের মধ্যে বিজেপি সারা বাংলা জুড়ে আন্দোলনে নামবে। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইনিষ্টিটিউট মঞ্চে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় যোগ দিতে এসে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিনের সভায় নির্বাচন পরবর্তি পরিস্থিতি এবং বিগত পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রার্থীদের নিয়ে বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে বিজেপি রাজ্য সভাপতি আরো জানান, পুলিশের ভয় দেখিয়ে রাজ্যের শাসক দল বিরোধীদের ঘড় ছাড়া করে যাচ্ছে।বহু বিজেপি কর্মি আছে তারা এখোন ঘড়ে ফিরতে পারেনি। তাই এই বাংলায় এই সব চলতে পারে না। এর বিরুদ্ধেই রাজ্যের প্রতিটা জেলায় আন্দোলনে নামবে বিজেপি।তৃনমূলের আমলে সরকারি কর্মচারীরা ভোট নিতে ভয় পাচ্ছে। তারা রাস্তায় নেমে আন্দোলনে নামছে। তাদের কন্ঠ রোধের জন্য তাদের জেলে পুড়ে দেওয়া হচ্ছে। এমনকি রায়গঞ্জের পিসাইডিং অফিসার খুল হয়।
রাজ্য সরকারের উচিত সেই পরিবারের দায়িত্ব গ্রহণ করা। গুন্ডা, মস্তান,ও বন্ধুক দিয়ে তারা এবার পঞ্চায়েত নির্বাচন করেছে। তার মধ্যেও শাসক দলের সন্ত্রাসকে উপেক্ষা করে রাজ্যে বিজেপি আশানুরুপ ফলল হয়েছে। তাই তাদের উজ্জ্বিবিত করতে জেলায় জেলায় গিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে দিদির পুলিশ দিয়ে তো আর ভোট হবে না সেই সময় কেন্দীয় বাহিনী দিয়ে ভোট হবে। সেই ভোটে সাধারন মানুষ তাদের গনতন্ত্র প্রয়ক করবে। তখন দেখবে তৃনমূলের কি হয়। তিনি আগামী কিছুদিনের মধ্যে উত্তর দিনাজপুরে
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের
জয়ী কেন্দ্রগুলির পুনর্গননার
দাবি জানিয়ে
আদালতে যাওয়ার কথা বলেন । এছাড়া দিলিপ বাবু আর বলেন
আগামী ২৭–২৮ জুন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে আসছেন। ভোটে খুন হয়ে যাওয়া কর্মীদের বাড়ি বাড়ি যাবেন তিনি। ২৯ শে জুন থেকে ৫ ই জুলাই কেন্দ্রীয় সরকারের সাফল্য বাড়ি বাড়ি পৌছে দেবে দলের কর্মীরা। এদিন প্রথমে জেলার জয়ী ও পরাজিত প্রার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয়েছে গোটা রাজ্যে। পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ভোট লুঠ করেছে শাসক দল। প্রায় সাড়ে তিন হাজার কর্মী ঘরছাড়া। এক হাজার কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।তিনি বলেন আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে সাধারণ মানুষদের। সঠিকভাবে ভোট হলে আমাদের জয় হত রাজ্য জুড়ে। তিনি আরও বলেন পঞ্চায়েত ভোট ছিল প্র্যাকটিস। ২০১৯ এ হবে ফাইনাল। ২০২১ এ পুরো মন্ত্রীসভাটাই থাকবে না। বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের
জয়ী কেন্দ্রগুলির পুনর্গননার
দাবি জানিয়ে
আদালতে যাওয়ার কথা বলেন । এছাড়া দিলিপ বাবু আর বলেন
আগামী ২৭–২৮ জুন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে আসছেন। ভোটে খুন হয়ে যাওয়া কর্মীদের বাড়ি বাড়ি যাবেন তিনি। ২৯ শে জুন থেকে ৫ ই জুলাই কেন্দ্রীয় সরকারের সাফল্য বাড়ি বাড়ি পৌছে দেবে দলের কর্মীরা। এদিন প্রথমে জেলার জয়ী ও পরাজিত প্রার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয়েছে গোটা রাজ্যে। পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ভোট লুঠ করেছে শাসক দল। প্রায় সাড়ে তিন হাজার কর্মী ঘরছাড়া। এক হাজার কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।তিনি বলেন আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে সাধারণ মানুষদের। সঠিকভাবে ভোট হলে আমাদের জয় হত রাজ্য জুড়ে। তিনি আরও বলেন পঞ্চায়েত ভোট ছিল প্র্যাকটিস। ২০১৯ এ হবে ফাইনাল। ২০২১ এ পুরো মন্ত্রীসভাটাই থাকবে না। বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।