October 26, 2024

শুকনো নদীখাত আত্রেয়ীকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় দুই বাংলার প্রতিনিধিদল l

1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ)14ই জুন:-শুকনো নদীখাত আত্রেয়ীকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় দুই বাংলার প্রতিনিধিদল l

দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদী পরিদর্শনে এপার বাংলা ও ওপার বাংলার নদী বন্ধু প্রতিনিধি দল l 13 ও 14ই জুন দুদিন ব্যাপী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ l যেসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলো সেগুলি হলো –1)যৌথ উদ্যোগে কি ভাবে আত্রেয়ী নদীকে তার নাব্যতা ফিরিয়ে দেয়া যায় এবং দূষণের হাত থেকে কি ভাবে  বাঁচানো যায় তার  উপায় অন্বেষণ করা l 2)আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আত্রেয়ী সাংস্কৃতিক উৎসবকে সাফল্যমন্ডিত করা l  3)আত্রেয়ী নদী তীরে উভয় দেশের সাংস্কৃতিক তথ্যের

আদান প্রদান l  4)আত্রেয়ী নদীকে রক্ষা  করতে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের সক্রিয় অংশ গ্রহণ করানো l 5)উভয় দেশের প্রশাসনিক আধিকারিকদের সমন্বয় সাধনের মাধ্যমে যৌথ উদ্যোগে এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়িত করা l এই সব মহতী উদ্দেশ্যকে সামনে রেখে আজ সকাল থেকে আত্রেয়ী নদীর ডাঙ্গি ঘাট ও সদর ঘাট এলাকা পরিদর্শন করেন দুই বাংলার প্রতিনিধি দল l
 দিশারী সংকল্প ও পাহাড়পুর বন্ধু সংস্থার পক্ষ থেকে তুহিন শুভ্র মন্ডল,অমল বসু,আমিনুল হক বাবুল,নন্দলাল পাড়শী,রাজা চৌধুরী ,মৃনাল চক্রবর্তী ও আরো বেশ কয়েকজন পরিবেশ প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন l এবিষয়ে পরিবেশবিদ শ্রী তুহিন শুভ্র মন্ডল জানান মূলত দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান সুদৃঢ়ীকরণ  ও আত্রেয়ী নদীকে বাঁচানোর লক্ষ্যেই এই প্রয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *